বৈদিক বীজ মন্ত্র এবং সূর্যদেব !
 
             বৈদিক বীজ মন্ত্র প্রয়োগ করে সাংসারিক ব্যক্তিরা বহুবিধ সুফল লাভ করতে সক্ষম হয় ।        বীজ মন্ত্র নিয়মিত জপের মাধ্যমে এক শক্তিশালী ও পবিত্র তরঙ্গের সৃষ্টি হয়। এই তরঙ্গের সাহায্যে ও মানবদেহের ৭ টি চক্রের মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের নবগ্রহ, ২৭ টি নক্ষত্রমণ্ডলী এবং সৃষ্টিকর্তার সাথে সংযোগ ও সমন্বয় রচিত  হয়, যা সাধারণ মানুষের কাছে অজ্ঞাত।   দেবত্ব ও মনুষ্যত্বের সংযোগ ও সম্পর্কের মাধ্যমে এক অদৃশ্য ও অসীম শক্তিশালী সুরক্ষা কবচ রচিত হয়, যা মানুষকে সকল প্রকার বিপদ, দুর্ঘটনা ও অকালমৃত্যু থেকে রক্ষা করে।  মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ হয় যার দ্বারা সে সকল প্রকার সমস্যার সমাধান  করতে সক্ষম হয়।   সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সে সঠিক পথের সন্ধান পেতে সক্ষম হয়।          সূর্য দেবতার   বৈদিক বীজ মন্ত্র :                                 ওম ঘৃণি সূর্যায় নমঃ !                 (Om Ghrini Suryaaya Namaha )    জপের নিয়ম :...