গায়ত্রী মন্ত্র : ঈশ্বরের অত্যাশ্চর্য এবং শক্তিশালী আশীর্বাদ।
 
  বৈদিক  গ্রন্থে    গায়ত্রী  মন্ত্রের   মহিমার  বর্ণনা  করা  হয়েছে  ।  এই মন্ত্র  জপ সচেতনতার স্বাভাবিক স্তর থেকে উচ্চ স্তরে উন্নীত করতে পারে। এর অকল্পনীয় ক্ষমতার কারণে এটি যোগী এবং গুরুরা বহু বছর ধরে গোপন রেখেছিলেন।       গায়ত্রী মন্ত্র ও মন্ত্রের অর্থ  :    ওঁ ভূর্ভুবস্ব   তৎসবিতুর্বরেণ্যং   ভর্গোদেবস্য ধীমহি   ধীয়ো য়ো নঃ প্রচোদয়াৎ  । মন্ত্রের অর্থ  :      ওঁ : পরব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বর   ভূ : পৃথিবীলোক    ভুবঃ: আকাশলোক   স্ব : স্বর্গ   তৎ : চূড়ান্ত সত্য   সবিতু : যাবৎ কিছুর উৎস    বরেণ্যম : এঁদের প্রণাম করা হচ্ছে   ভর্গো: আধাত্ম্যশক্তি   দেবস্য : দৈব সত্তা   ধীমহি : ধ্যান করা হচ্ছে   ধীয়ো : ধীশক্তি বা বৌদ্ধিক উৎকর্ষ    য়ো : কে    নঃ : আমাদের   প্রচোদয়াৎ: আলোকপ্রাপ্তি        স্বামী বিবেকানন্দ গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেছিলেন— 'আমরা সেই মহতের উপাসনা করছি, যিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি যেন আমাদের আলোকপ্রাপ্তির পথে নিয়...