মানব জীবন ঈশ্বরের দূর্লভ দান ।




  • হিন্দু শাস্ত্রে জন্মান্তর এর কথা বলা আছে। 
  • শাস্ত্র অনুযায়ী আত্মা হল অবিনশ্বর। 
  • শরীরের মৃত্যু হলে আত্মা আবার নতুন শরীর ধারণ করে । 
  • ৮৪ লক্ষ নিম্ন শ্রেণীয় প্রাণীদেহের  জন্মের পর মানব জন্ম লাভ হয় । 
  • ঈশ্বরের  শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ যা বহু সাধনা,  সুকর্ম ও বহু যোনি  অতিক্রান্ত করার পর লাভ করা যায় । 
  • তাই মানব জীবন হল ঈশ্বরের  দূর্লভ দান । 
  • স্বামী বিবেকানন্দ বলেছিলেন “জন্মেছিস তো দাগ রেখে যা”। সুকর্ম দ্বারা এই দাগ রচিত হোক এই ধরাধামে । 


ওঁ নমো ভগবতে বাসুদেবায় ।





(নিজের ভাগ্য সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে নিম্নে দেওয়া  আই ডি তে ইমেল করুন, সঙ্গে নিজের নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং সঠিক জন্ম সময় দিতে ভূলবেন না:
  joysrikrishnaradha@gmail.com)

Comments

Popular posts from this blog

শাস্ত্রমতে কোন আঙুলে কোন রত্ন ধারণ করবেন ?

শাস্ত্রমতে কোন ধাতুতে গ্রহ-রত্ন ধারণ করবেন ?

ভাগ্য দেবতা অধিষ্ঠান করেন মানুষের হাতেই ।