মহামৃত্যুঞ্জয় মন্ত্র : মানবজাতির এক মহাকবচ !
বৈদিক গ্রন্থে অবস্থিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ভগবান শিবের মহিমার বর্ণনা করা হয়েছে । এই মন্ত্র মানুষের চরম বিপদে এক মহাকবচের ন্যায় ভূমিকা পালন করতে সক্ষম।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র :
ওম্ ত্র্যম্বকম্ য়জামহে সুগন্ধিম্ পুষ্টিবর্ধনম্ ।
উর্ভারুকমিভ বন্ধনান্ মৃৃত্যোরমুক্ষীয় মামৃতাত।।
উর্ভারুকমিভ বন্ধনান্ মৃৃত্যোরমুক্ষীয় মামৃতাত।।
( ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्ध्दनम्।
उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय मामृतात्।। )
পবিত্র মনে এবং পরিস্কার স্থানে এই মন্ত্র নিয়মিত জপ করতে পারলে অনেক উপকার পাওয়া যায় ....
- নিজের অথবা পরিবারের কেউ অসুস্থ থাকলে স্বাস্থ্যের উন্নতি হবে।
- অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ।
- যেকোনো ধরনের সঙ্কট থেকে বাঁচতে এই মন্ত্র খুবই কার্যকরী ।
- কালসর্প দোষ, বাস্তু দোষ ইত্যাদি যেকোন ধরনের গ্রহ- দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত এই মন্ত্র জপ করলে।
- মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ হয়।
- সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পথের সন্ধান পেতে সক্ষম হয়।
ওঁ নমো ভগবতে বাসুদেবায় ।
(নিজের ভাগ্য সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে নিম্নে দেওয়া আই ডি তে ইমেল করুন, সঙ্গে নিজের নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং সঠিক জন্ম সময় দিতে ভুলবেন না: joysrikrishnaradha@gmail.com)
Comments
Post a Comment